Sunday, 10 May, 2015 01:09:46 AM
মোঃ কামাল হোসেন খান, মতলব (চাঁদপুর) :
চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন বলেছেন, খেলাধুলা হচ্ছে সম্প্রীতির সেতুবন্ধন,আর ফুটবল খেলা তার মধ্যে অন্যতম। এ খেলা আন্তর্জাাতিক মানের খেলা। এর অপকারের চাইতে উপকারীতাই বেশী।
জেলা প্রশাসক আরো বলেন, ফুটবল খেলা সমগ্র পৃথিবীতে অন্যতম জনপ্রিয় খেলা। এ খেলা সর্বাধিক জনপ্রিয় ও জননন্দিত, তাই এ খেলাকে খেলার রাজা বলা হয়। আমি এক সময় ফুটবল খেলোয়ার ছিলাম।
জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন আরো বলেন, খেলাধুলা শরীর ও মনকে প্রফুল্ল রাখে। খেলা ধুলার মাধ্যমে গোটা মানব সভ্যতার সমৃদ্ধি ও উন্নয়ন ঘটে। খেলাধুলা মানব জীবনে আনন্দমুখর পরিবেশ সৃষ্টিতে অত্যন্ত সহায়ক। খেলাধুলা বিনোদনের উত্তম মাধ্যম। জাতীয় জীবনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এর মাধ্যমে জাতীয় ও আন্তজার্তিক পরিচিতি লাভ করা সম্ভব। তাই তিনি জরুরী ভিত্তিতে খেলাধূলার চর্চা বাড়াতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক হওয়া উচিত।
জেলা প্রশাসক আরো বলেন, খেলাধুলা মানুষকে নিয়মানুবর্তিতা ও চরিত্র গঠনে বিশেষভাবে সহায়তা করে। আমাদের ছেলে-মেয়েদেরকে বহুমূখী শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি দেশের ঐতিহ্য ও ইতিহাস সর্ম্পকে জানাতে হবে। বর্তমান সরকার আন্তরিকভাবে দেশের খেলাধুলার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ক্রিকেটে আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে অল্প সময়ের মধ্যেই আমরা বিশ্বকাপ ছিনিয়ে আনতে সক্ষম হবো বলে আশা করছি।
শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলার নিশ্চন্তপুর কলেজ মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথা গুলো বলেন। প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় নিশ্চন্তপুর কলেজ বনাম ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজ।
উপজেলার নিশ্চন্তপুর কলেজের গভার্ণিংবডির সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মোঃ আলহাজ্ব মাঈনু হোসেন খান নিখিলের সভাপতিত্বে এবং কলেজের ইংরেজী প্রভাষক মোঃ আল আমিন শিয়াজীর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোজাম্মেল হক,ছেংগারচর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ এসএম আবুল বাশার,নিশ্চিন্তপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম সামছুজ্জামান রবি প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন,মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম, চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শৈকত হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম, ৫নং দূর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম লস্কর, ৫নং দূর্গাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শাহাদাত করীম সংগ্রাম, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিংবডির সদস্য মোঃ শরীফ উল্যাহ দর্জি, আমানউল্যাহ মন্টু দালাল, গোলাম কিবরিয়া মন্টু সরকার, নিশ্চিন্তপুর কলেজের গভর্ণিংবডির সদস্য ফরিদ আহমেদ ইত্তেফাক, আসাদুজ্জামান, সাইফুল ইসলাম প্রধান, কলেজের সিনিয়র প্রভাষক মাহমুদা আক্তার,৫নং দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান আরমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ডালিম প্রমূখ নেতৃবৃন্দ্ উক্ত প্রীতি ফুটবল ম্যাচে নিশ্চিন্তপুর কলেজ ৩-০ গোলে ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজকে পরাজিত করে।
প্রীতি ম্যাচ শেষে জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন নিশ্চিন্তপুর করেজ প্রাঙ্গণে দু’টি গাছের চারা রোপন করেন। প্রীতি ফুটবল ম্যাচের ধারা বিবরণীতে ছিলেন,সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ।
চাঁদপুর টাইমস- এএস/ডিএইচ- ২০১৫।