হাজীগঞ্জ

‘যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’

হাজীগঞ্জ-শাহারাস্তি নির্বাচনী এলাকার ৪ বারের সাবেক সংসদ সদস্য এম এ মতিন বলেছেন, হাজীগঞ্জ উপজেলা এক সময় ফুটবল খেলার গণজোয়ার ছিল। আগেরমতো সেই খেলোয়াড় নেই। খেলা-ধুলা না থাকায় কিশোর-যুবকরা মাদকের দিকে ঝুঁকে পড়ছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলা-ধুলার বিকল্প নেই।

শনিবার (২১ জানুয়াররি) বিকেল ৩ টায় হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে প্রাক্তন খেলোয়াড়দের সমাপনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খেলাধূলা শুধু যুব সমাজকে মাদক থেকে দুরেই রাখেন শরীর-স্বাস্থ্য ও মন সুস্থ্য রাখতে খেলাধুলা সহায়তাও করে থাকে।

এতে অংশ নেয় চাঁদপুর সোনালী অতীত বনাম হাজীগঞ্জ প্রাক্তন খেলোয়াড়গন। হাজীগঞ্জ প্রাক্তন খেলোয়াড়দের হারিয়ে বিজয়ী হয় চাঁদপুর সোনালী অতীত ক্লাব।

হাজীগঞ্জের প্রাক্তন খেলোয়াড় মো. আবদুল মমিন মিয়াজীর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সিরাজ খাঁন, পৌর বিএনপির আহবায়ক আবুল বাশার, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মনির হোসেন ভূইয়া, উপজেলা যুবদলের আহবায়ক মো. আকবর হোসেন মৃধা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সভাপতি মনোয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক সোহেল রানা, সদস্য জয়নাল আবেদীন জনি, কাজী মাঈনুল হক জীবন,।

খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, প্রাক্তন খেলোয়াড় শাহজাহান তালুকদার শাহ্।

প্রতিবেদক-জহিরুল ইসলাম জয়, হাজিগঞ্জ
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৩০ পিএম, ২১ জানুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ

Share