মতলব দক্ষিণ

‘খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের উৎসাহ সৃষ্টি করতে হবে’

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের উৎসাহ সৃষ্টি করতে হবে। খেলাধুলায় যেমন শরীর স্বাস্থ্য ও মন প্রফুল্ল থাকে, তেমনি মেধা বিকশিত হয়। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরাই খেলাধুলার মাধ্যমে একদিন জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করবে। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করা প্রত্যেক ছাত্র-ছাত্রীদের নিয়মতান্ত্রিকভাবে পরিচর্যা করতে হবে।

সোমবার (৬ মার্চ) কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসসহ সকল অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের উন্নয়নের ধারা যেভাবে অব্যাহত আছে, ঠিক সেভাবেই আমাদের স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে মতলব উত্তর ও দক্ষিণের সকল উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে। এজন্য চাই আপনাদের সার্বিক সহযোগিতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ঝিলন পাটোয়ারী সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুবিন সুজনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম গিয়াস উদ্দিন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা যুবলীগের আহবায়ক জহির সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আল আমিন ফরাজী।

স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক চন্দ্র দাস।

প্রতিবেদক মাহফুজ মল্লিক
।। আপডটে,বাংলাদশে সময় ০৮ : ১১ পিএম, ০৬ মার্চ ২০১৭ সোমবার

এইউ

Share