Home / উপজেলা সংবাদ / হাইমচর / খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের: ইউএনও
খেলাধুলার

খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের: ইউএনও

চাঁদপুরের হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের  বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উম্মে সালমা নাজনীন তৃষা।

উদ্বোধন শেষে বিদ্যালয়ের মাঠে মনোমুগ্ধকর আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  অনুষ্ঠান সম্পন্ন হয়।

দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক জনাব শাহনেওয়াজ টেলুর সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী শিক্ষক জনাব, আব্দুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উম্মে সালমা নাজনীন তৃষা।

তিনি বলেন, শিক্ষার্থীদের সুস্থ-সবল ও সুন্দর করে গড়ে তোলার উপযুক্ত সময় হচ্ছে স্কুলজীবন।  সুস্থ শরীর গঠনে তাদেরকে নিয়মিত ক্রীড়া-খেলাধুলা ও শরীর চর্চার প্রতি উৎসাহ যোগাতে হবে।  পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর দায়িত্ব স্কুলের সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের।  শরীর ভালো থাকলে মনও প্রফুল্ল থাকে।  তাছাড়া, সুশৃংখল জীবন গঠনে ক্রীড়া-খেলাধুলা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের  শিক্ষার্থীরা শিক্ষা, দীক্ষা, ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনে আলো ছড়াবে এটাই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভূমি সহকারি কমিশনার নিরুপম মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোস্তফা কামাল, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব ও হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ হুমায়ুন উর রশিদ গাজী, যুগ্ম আহ্বায়ক আবু তাহের সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজান ভূ্ঁইয়া, ৭নং পূর্বচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়ক ভুমিকা রাখে। খেলাধুলায় মনোনিবেশ করে মাদক থেকে বিরত থাকতে হবে।

নিজস্ব প্রতিবেদক, ২৩ জানুয়ারি ২০২৫