মহসিন উদ্দীন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা (উপ সচিব) গোলাম জাকারিয়া।
এসময় তিনি বলেন, চাঁদপুর পৌরসভা শত বছরের পুরনো প্রতিষ্ঠান। পৌরসভার একটি কলেজসহ সাতটি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে অন্যতম হলো পৌর পীর মহসিন উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়। এটি এই এলাকার মানুষের মাঝে শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে। এ বিদ্যালয় থেকে পড়ালেখা করে অনেকেই আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। আগামীতে যাতে এই বিদ্যালয় থেকে আরো শিক্ষার আলো বিস্তার করতে পারে সেজন্য কাজ করা হবে। আজকে যারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করে বিজয়ী হয়েছে তারা পুরস্কার পাবে। যারা বিজয়ী হতে পারোনি তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমরা আগামীতে ভালো ভাবে ক্রীড়া নৈপুূর্ণ প্রদর্শন করে বিজয়ী হয়ে পুরস্কার অর্জন করবে। শুধু খেলাধুলা মেতে থাকলে চলবে না পড়ালেখার মনোযোগী হতে হবে। তবেই তুমি একজন শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্থব্য রাখেন, চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূইয়াসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সকালের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক মোঃ ইলিয়াস মিয়া, ছাত্রনেতা শফিউল বাবলু।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ অভিভাবক এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা দিনব্যাপী নৃত্য পরিবেশন করে মাসিক ক্রীড়া প্রতিযোগিতার অঙ্গনটিকে মাতিয়ে রাখে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur