বন্ধুকে নিয়ে শীতের সকালে সাভার থেকে মোটরসাইকেল যোগে মানিকগঞ্জে খেজুরের রস খেতে গিয়ে পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ২ যুবক। নিহত মাহমুদুল হাসান মিরাজ (১৯) চাঁদপুরের কচুয়ার প্রসন্নকাপ গ্রামের জাফর আহমেদ এর পুত্র ও মোটর সাইকেল চালক জিসান (১৯)।
শুক্রবার ভোরে মানিকগঞ্জ সড়কে এ দূর্ঘটনা ঘটে বলে নিহত মিরাজের চাচাত ভাই রনি জানান।
স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে, মিরাজ এর বাবা সাভার এলাকায় একটি ফ্যাক্টরিতে চাকুরীর সুবাদে সাভারেই বসবাস করতেন। কিছুদিন পর মিরাজ জাপানে যাওয়ার কথা ছিল।
কিন্তু মর্মান্তিক দুর্ঘটানায় তার পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেল। মাহমুদুল হাসান মিরাজের মৃত্যুর সংবাদে তার গ্রামের বাড়ির কচুয়ার প্রসন্নকাপ গ্রামে শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur