Home / শিক্ষাঙ্গন / ১২ সেপ্টেম্বর খুলছে না যেসব স্কুল
edu

১২ সেপ্টেম্বর খুলছে না যেসব স্কুল

দেশের বন্যাকবলিত বিদ্যালয়গুলো আগামি ১২ সেপ্টেম্বর খোলার বিষয়ে কোনও বাধ্যবাধকতা নেই। বন্যা পরিস্থিতির পর সুবিধাজনক সময়ে এসব বিদ্যালয় খুলে দিয়ে শ্রেণি পাঠদান শুরু করতে হবে। তবে বন্যাকবলিত জেলাগুলোতে যেসব বিদ্যালয় বন্যাকবলিত হয়নি,কিংবা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে না,সেগুলোতে যথাসময়ে শ্রেণি পাঠদান শুরু করতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ তথ্য জানিয়েছে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড.সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘যেসব বিদ্যালয় বন্যাকবলিত সেসব বিদ্যালয় খুলে দিয়ে শ্রেণি পাঠদান করার প্রয়োজন নেই। তারা পরে শ্রেণি পাঠদান শুরু করবে।

অনেক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, সে বিষয়টিও গুরুত্ব দেয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘বন্যাকবলিত শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিশেষ নির্দেশনা দেয়া হবে। ওই নির্দেশনা অনুযায়ী, তারা সরাসরি বিদ্যালয়ে ক্লাস পরিচালনা করবেন না। তবে অনলাইনে ক্লাস পরিচালনা করতে হবে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর জানায়, বন্যায় দেশের প্রায় ১০টি জেলা প্লাবিত হয়েছে বলে জানা গেছে। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়, দেশের বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শিগগিরই বন্যাকবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার

করার জন্য নির্দেশনা দেওয়া হবে। এছাড়া বন্যায় অনেক বিদ্যালয়ে পানি জমে যায়, সেসব বিদ্যালয়ে ক্লাস হবে না। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে সেসব প্রতিষ্ঠানের কোনও বাধ্যবাধকতা নেই। বন্যাকবলিতদের পাশে দাঁড়াতে শিক্ষক-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হবে।

অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড.সৈয়দ মো.গোলাম ফারুক বলেন, ‘বন্যায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পানি জমে গেছে। রাস্তায় পানি ওঠার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীরা পৌঁছাতে পারে না। সেসব বিদ্যালয় বন্ধ থাকবে। তবে শিক্ষক-কর্মচারীরা বিদ্যালয়ের দেখভাল করবেন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে।’

বার্তা কক্ষ , ১১ সেপ্টেম্বর ২০২১
এজি