চাঁদপুর কচুয়া উপজেলার শিলাস্থান গ্রামে স্থানীয় মসজিদের ইমাম সাহেব আলী ওরফে শাহ আলম হত্যার খুনির ফাঁসি দাবিতে শুক্রবার (১৭ নভেম্বর) বাদ জুমা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গ্রমবাসীরা।
উপজেলার শিলাস্থান বাজারে এ মানব বন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন নিহত সাহেব আলীর পুত্র ইব্রাহীম খলিল, স্থানীয় অধিবাসী মোখলেছুর রহমান ও মনির হোসেন মনু।
বক্তারা বলেন- ভুয়া জন্ম নিবন্ধন সৃষ্টি করে অপ্রাপ্ত বয়স্ক দেখিয়ে খুনি রনিকে (২৪) রক্ষার জন্য তার পিতা ক্বারী শাহাজান মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এই অপচেষ্টা চালানোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
শিলাস্থান গ্রামের মনির চেয়ারম্যান বাড়ীর অধিবাসী সাহেব আলী ওরফে শাহআলম ২০১৬ সালের ২ অক্টোবর সকাল ৭ টার দিকে স্থানীয় মক্তবে শিক্ষার্থীদেরকে আরবী পড়ানো অবস্থায় সাহেব আলীর নাতি সম্পর্কে (ভাতিজার পুত্র) বখাটে রনি সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে আকস্মিক ভাবে তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাতে তাকে হত্যা করে।
হত্যার পর বখাটে রনি দৌরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় সাহেব আলীর স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং- ০২, তারিখ- ০২/১০/২০১৬ইং।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, কচুয়া
: আপডেট, বাংলাদেশ ৯ : ১৫ পিএম, ১৭ নভেম্বর, ২০১৭ শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur