শীতের তীব্রতা যখন নগরজীবনের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চরম কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই সময় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর নিকুঞ্জ বটতলা এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের উপদেষ্টা এবং জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েব।
প্রধান অতিথির বক্তব্যে ডিএ তায়েব বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। সমাজের সামর্থ্যবানদের উচিত এই সময়ে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা।”
সভাপতির বক্তব্যে জাহিদ ইকবাল বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের পথচলা। আগামীতেও খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহিনুর আলম মারফত, সৈকত সরকার, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মতিউর রহমান স্বপন, মোমেন হোসেন, ইমানুল হক, মুকুল হোসেন মৃধা, আমির হোসেন, মাসুম সরকার, এ এম আইয়ুব পাপ্পু প্রমুখ।
স্থানীয় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি এক আবেগঘন ও মানবিক পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সকলেই খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানান।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৮ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur