চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের অধীনে জেলার ৬টি খাল পুনঃখনন কাজ চলছে। এসব খাল পুনঃখনন কাজে সরকারের ব্যয় হবে ৪ কোটি ৪ লাখ ৫৩ হাজার টাকা। চলতি অর্থবছরে এ কাজ সম্পন্ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো।
দেশের ৬৪ জেলার আভ্যন্তরে ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুর জেলার ৬টি খাল পুনঃখননের কাজ শেষ হবে এ অর্থবছরেই ।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলার অভ্যন্তরে নদী, খাল ও জলাশয় পুনঃখনন সংক্রান্ত কমিটির সিদ্ধান্তের আলোকে প্রকল্পের প্রথম পর্যায়ে ৬টি খাল খনন কাজ শুরু হয়। বিভিন্ন কারণে ২০১৯ সালে খনন কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সম্ভব হয়নি।
চলমান পুনঃখনন খালগুলো হচ্ছে-চাঁদপুর সদরের রাজার খাল ৬.১ কি.মি , ফরিদগঞ্জ উপজেলার রুমুর খাল, ৯.৭১৫ কি.মি, হাইমচর উপজেলার ডি-২সি খাল ৫.১০ কি.মি, হাজীগঞ্জ উপজেলার সোনাপুর খাল-৫ কি.মি, শাহরাস্তি উপজেলার নরীনপুর খাল ৮.৬০ কি.মি ও কচুয়া উজেলার চক্রা-বেনাচোঁ খাল ৬.৮৫ কি.মি ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে আরো জানা গেছে, প্রাথমিকভাবে এসব খালগুলো সঠিকভাবে খনন সম্পন্ন হলে এলাকার জলাশয় নিরসন ও বিভিন্ন জাতের ফসল উৎপদানে পূর্বের অবস্থা ফিরে আসবে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, এসব খাল পুন : খননের কাজ করতে গিয়ে স্থানীয়দের বিভিন্ন বাধার মুখে পড়তে হয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানকে। তারপরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কাজগুলো এগিয়ে চলছে।
প্রত্যেকটি খাল পুনঃখননের কাজ আমাদের তদারকিতে চলছে। চলমান কাজ দেখার জন্য আমাদের একজন উপ-সহকারী প্রকৌশলী সার্বক্ষণিক দেখা-শুনা করছেন। সিডিউল অনুযায়ী কাজ বুঝে পাওয়ার পর ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিল দেয়া হবে। এ জুনের মধ্যে কাজগুলো সমাপ্ত সম্ভব হবে।
বার্তা কক্ষ,২৫ ফেব্রুয়ারি, ২০২০