আগামী শনিবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, শনিবার বিকালে চেয়াপারসনের দেশে ফেরার কথা রয়েছে।
বিকেল ৪টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। দুপুরে বিএনপির পক্ষ থেকে ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর রাতে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তার লন্ডন যাওয়ার তারিখ যেমন বারবার পরিবর্তন হয়েছে, তেমনি দেশে ফেরা নিয়েও নানা তথ্য পাওয়া যাচ্ছে।
নিউজ ডেস্ক ||আপডেট: ০২:৪৩ পিএম, ১৯ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur