চাঁদপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

চাঁদপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মিলাদ মাহফিলে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামানের সভাপ্রধানে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডঃ হারুনুর রশীদ,সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালল মিশন,সাধারন সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান,সহ সভাপতি আহসান উল্ল্যাহ মিন্টু,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দ্বীন মোহাম্মদ জিল্লু,জেলা যুবদলের সভাপতিমানিকুর রহমান মানিক,জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী,জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুল আমিন খান আকাশ,সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক হাবীবুর রহমান ভূইয়া,সদর থানা যুবদলের আহবায়ক সরোয়ার হোসেন,সদর থানা বিএনপির দপ্তর সম্পাদক শরীফ আহমেদ খান,পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক হুমায়ুন খান, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী,সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারী,জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।

দোয়া ও মোনাজাত যৌথভাবে  পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন সাধারন সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা।

স্টাফ করেসপন্ডেট

Share