Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
খালেদা

মতলব উত্তরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। একই সাথে কলাকান্দা ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির পরিচিতি সভায় অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বাদ আছর নামাজ উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানীতে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলাকান্দা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মোহসিন বেপারী। মিলাদ মাহফিল ও ইউনিয়ন যুবদলের পরিচিতি সভায় উপস্থিত ছিলেন,কলাকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মুকবুল হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মোসলেম উদ্দিন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়াদুধ মেম্বার,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রাশেদুজ্জামান টিপু,যুগ্ম-আহবায়ক আঃ মান্নান সাগর,যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামান নোমান, সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাবেকদলের সদস্য সচিব মোঃ আনিসুর রহমান মিয়াজী, সদস্য মোঃ শামীম বেপারী, সদস্য মোঃ খোকন সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব মোঃ জয়নাল পাটোয়ারী পিনু, সদস্য মোঃ মিজানুর রহমান, কলাকান্দা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রফিক তাতি,সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ ওমর আলী, যুগ্ম-আহবায়ক মোঃ জুলফিকার, মোঃ আল- আমিন, মোঃ ওবায়দুল্লাহ, খোরশেদ ভুইয়া, আরেফিন সরকার, কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মোঃ আবুল খায়ের রানা,সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম রনি, যুগ্ম-আহবায়ক মোঃ সজিব বেপারী, সাদ্দাম হোসেন জয়, রাইস উদ্দিন শুভ, গোলাম রাব্বানী মাল, আব্দুল মোতালেব খান, রিফাত হোসেন বেপারী, নাহিদ হোসেন, সদস্য এনামুল খান, রাব্বি হাসান প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা তিন বারের সাবেক প্রধানমন্ত্র বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সরকারের প্রতি দাবী জানান। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। তার জীবন রক্ষা করুন। এর সঙ্গে রাজনীতিকে নিয়ে আসবেন না। নতুবা আপনাদের এর চরম খেসারত দিতে হবে। বিএনপি,যুবদল, ছাত্রদলের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে পালানোর পথ খুঁজে পাবেন না।

নিজস্ব প্রতিবেদক