কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তাঁর পছন্দানুযায়ী ঢাকার বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসার ব্যবস্থা করা, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ঈদুল ফিতরের আগে তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবিতে চাঁদপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ১৪ জুন বেলা ১২টায় জেলা প্রশাসক বররাবর এ স্মারকলিপি জমা দেয়া হয়।
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাড.সলিম উল্লাহ সেলিম,যুগ্ম আহবায়ক মাহবুব আনোয়ার বাবলু, অ্যাড.হারুনুর রশিদের নেতৃত্বে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল চাঁদপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ. শওকত ওচমান এর কাছে তুলে দেয়া হয়।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড.জাকির হোসেন ফয়সাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী, জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদ মাঝি, জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক পারভেজ আলম রবিন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, হাইমচর উপজেলা ছাত্রদরের সভাপতি সোলাইমান প্রমুখ।
প্রতিবেদক : আশিক বিন রহিম