Home / চাঁদপুর / খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুরে বিএনপির লিফলেট বিতরণ
খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুরে বিএনপির লিফলেট বিতরণ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুরে বিএনপির লিফলেট বিতরণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে জেলার প্রত্যেকটি উপজেলায়, পৌর ওয়ার্ড, ইউনিয়ন ও পাড়া মহল্লা-হাট বাজারে প্রায় ৫০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পিতিবার (১ মার্চ) বিকেল শহরের কালিবাড়ি মোড় এলাকায় শেখ হাসিনার ১৫ হাজার কোটি টাকার দূর্নীতির মামলা প্রত্যাহার/খারিজ বনাম উদ্দেশ্য প্রনোদিত ভিত্তিহীন মামলায় বেগম খালেদা জিয়ার কারাদন্ড ও বেগম খালেদা জিয়ার দেশবাসীর প্রতি আবেদন শিরোনামে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. সেলিম উল্যা সেলিম।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আনোয়ার বাবলু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহানুর বেপারী শানু, জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল আহমেদ বাহার, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম সেকুল, জেলা যুবদলের সহ-সভাপতি হুমায়ুন হুমা প্রমখ।

লিফলেট বিতরণ কালে শহরের নূর ম্যানশন মার্কেটের সামনে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণে বাধা প্রদান করেন পুলিশ। এসময় পুলিশ তাদের ছত্রবঙ্গ করে দেয়।

এদিকে একই সময় শহরের বিপনী বাগ, কলেজ রোড ও চিত্রলেখা মোড়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুনির চৌধুরীর নেতৃত্বে লিফলেট বিতরণ হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. হারুনুর রশীদ, পৌর বিএনপির কোষাধক্ষ্য কাইয়ুম খান, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাদির দেওয়ান মিন্টু, জেলা জিয়া মঞ্চের সভাপতি শোহেব মো. কলিম, বিএনপি নেতা সাইদুল হক জীবন, মোস্তফা কামালসহ বিভিন্ন অংঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ ব্যাপারে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. সেলিম উল্যা সেলিম সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার নিঃর্শত মুক্তির দাবিতে চাঁদপুরে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে কেন্দ্রিয় সকল কর্মসূচি শান্তিপূর্নভাবে পালন করা হচ্ছে। গণস্বাক্ষর কর্মসূচিতে জেলায় প্রায় ৪৭ হাজার মানুষ গণস্বাক্ষর দিয়েছে। এর মধ্যে সদরে ২৭ হাজার।

তিনি আরো বলেন, জেলার প্রত্যেকটি উপজেলায় পৌর ওয়ার্ড, ইউনিয়ন ও পাড়া মহল্লা-হাট বাজারে প্রায় ৫০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। এর মধ্যে সদরে ৩০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণ কালে শহরের নূর ম্যানশন মার্কেটের সামনে আমাদের লিফলেট বিতরণে বাধা প্রদান করেন পুলিশ।

এসময় পুলিশ আমাদের ছত্রবঙ্গ করে দেয়। নেতাকর্মীরা পুলিশী বাধা উপেক্ষা করে লিফলেট বিতরণ করে।

এদিকে একই সময়ে কোর্ট প্রাঙ্গন এলাকায় জেলা আইনজীবি ফোরামসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, পৌর ওয়ার্ড, পাড়া মহল্লা, হাট-বাজারেও লিফলেট বিতরণ করা হয়।

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ২০ পি.এম ১মার্চ ২০১৮ বৃহস্পতিবার
এইউ