ফরিদগঞ্জ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদগঞ্জ বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তিসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে সমাবেশ করেছে বিএনপি।

উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শুক্রবার (২০ জুলাই) সকালে পৌর শহরের আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশনে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উক্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি সহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করেন।

বিএনপির নিবার্হী কমিটির সদস্য সিআইপি মো. মোতাহার হোসেন পাটওয়ারীর নির্দেশে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান দুলাল।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমানত গাজীর পরিচলানায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল কাশেম, মাহবুবুর রহমান মফু, রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু,

১১নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন টেলু, পৌর বিএনপির সহ সভাপতি হারুনুর রশিদ, ৯নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মিলন, ১৪নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন. পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন সোহেল, ১০ নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউছার ভূইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর হোসেন রনি, জহিরুল ইসলাম, মঞ্জুর হোসেন মঞ্জু, পৌর ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম রাঢ়ি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, উপজেলা ছাত্রদল নেতা সুমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ তপদার, সোহাগ পাটওয়ারী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ সভাপতি সোহাগ তপদার, সহ-সাধারণ সম্পাদক মো. মামুন,

১নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল, ৪নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নেওয়াজ শরীফ, ২নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন, ৩ নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, ৭নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওহিদ, ৮নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিন খাঁন স্বপন, ৯নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, ১০ নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সোহেল,

১১ নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল, ১২ নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ১৪নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক সবুজ, ১৫ নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ, ১৬ নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ প্রমুখ।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ

Share