Home / চাঁদপুর / খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুরে বিএনপির দু’গ্রুপের গণস্বাক্ষর
খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুর বিএনপি দু’গ্রুপের গণস্বাক্ষর

খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুরে বিএনপির দু’গ্রুপের গণস্বাক্ষর

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদ ও মুক্তির দাবিতে শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় চাঁদপুরে ৩ দিন ব্যাপি কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির দু’গ্রুপের পৃথক গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।

১ম দিনে এ কর্মসূচি পালন করে চাঁদপুর জেলা বিএনপি গ্রুপ ও শফিক ভূঁইয়ার নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন গ্রুপ।

জেলা বিএনপি গ্রুপ বেলা ১১টায় বিএনপির দলীয় কার্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম সেকুল।

শহরের নতুনবাজার যমুনা হাসপাতালের সামনে ২য় গ্রুপের কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূইয়া।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুর বিএনপি দু’গ্রুপের গণস্বাক্ষর

জেলা বিএনপির বর্তমান যুগ্ম-আহবায়ক খলিলুর রহমান গাজীর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম পাটওয়ারীর পরিচালনায় বিএনপি ও সহযোগি সংগঠনের নেবৃন্দরা বক্তব্য রাখেন।

এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্র্মীরা উপস্থিত ছিলেন।

 

এছাড়াও একই দিনে এক যোগে সারা চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলায় গণস্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন কালে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন- আহবায়ক এড. সেলিম উল্যাহ সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মাহাবুব আনোয়ার বাবলু,দেওয়ান সফিকুজ্জামান,মুনির চৌধুরী,সেলিমুছ সালাম,আক্তার হোসেন মাঝি,ফেরদৌস আলম বাবু, এড.হারুনুর রশীদ,জেলা যুবদলের সভাপতি শাহাজালাল মিশন,জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এড.জাহাঙ্গীর হোসেন খান,জেলা মহিলা দলের সভানেত্রী এড.মুনিরা বেগম চৌধুরী,জেলা যুবদলের সাধারন সম্পাদক আফজাল হোসেন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ পলাশ,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু,জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারন সম্পাদক হাবীব ভূঁইয়া, জেলা জিয়া পরিষদরের সভাপতি এড.আবদুল্লা হীল বাকি, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক দ্বীন মোহাম্মদ জিল্লু, শেখ সালমান,কোষাধ্যক্ষ কাইয়ুম খান,শহর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহানুর বেপারী শানু, জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল আহমেদ বাহার,সদর থানা মহিলা দলের সহ-সভানেত্রী শাহিন আক্তার শানু,সাধারণ সম্পাদিকা নাছরিন আক্তার,পৌর মহিলা দলের সভানেত্রী জোহরা আনোয়ার হীরা, সাধারন সম্পাদিকা নাহিদা সুলতানা সেত,ু সদর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক সলেমান ঢালী, যুগ্ম-আহবায়ক খোকন মিয়াজী, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মেরাজ চোকদার,শহর যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা বন্ধুকসী, রাজ্জাক হাওলাদার, পৌর শ্রমিক দলের সভাপতি শুক্কুর মোস্তান, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মাসুদ মাঝি প্রমুখ।

প্রতিবেদক : আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ০৮:৩৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার
ডিএইচ