খালেদা জিয়ার জন্মদিনে উপহার পাঠানোর জন্যে চীনা দূতাবাসের ‘দু:খ প্রকাশ’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনে উপহার পাঠানোর জন্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস।

বাংলাদেশে নিযুক্ত দেশটির উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়াং সম্প্রতি মোমেনকে টেলিফোনে এ দুঃখ প্রকাশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র যুগান্তরকে এসব তথ্য জানায়।

সূত্রটি আরও জানায়, সম্প্রতি পররাষ্ট মন্ত্রণালয় থেকে চীনা দূতাবাসের কাছে জানতে চাওয়া হয়, খালেদা জিয়ার জন্মদিন ‘ভুয়া’। এমন ‘ভুয়া’ জন্মদিনে কেন তাকে উপহার পাঠানো হলো?

আরও পড়ুন : ফের আলোচনায় খালেদা জিয়ার বিদেশযাত্রা

পরে চীনের উপ-রাষ্ট্রদূত এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে জানান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে এ ধরনের উপহার পাঠানো চীনের জাতীয় নীতিতে রয়েছে। তারা বছরের পর বছর এটা করে আসছে। এরই অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসনের জন্মদিনে এ উপহার পাঠানো হয়।

কিন্ত তার জন্মদিন নিয়ে বিতর্ক রয়েছে তা তারা জানতেন না। এটা যে সংবেদনশীল তা বুঝতে পারেননি। তারা ‘ভুল’ করেছেন। ভবিষ্যতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।

ঢাকা ব্যুরো চীফ, ৭ সেপ্টেম্বর ২০২০

Share