খালেদা জিয়াকে ‘পলাতক’ দেখিয়ে চার্জশীট

বিশেষ ক্ষমতা আইনে দারুস সালাম থানার দায়ের করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

চার্জশিটে খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

রোববার ঢাকা মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে দারুস সালাম থানার এসআই শঙ্খবালাসহ মামলার দুই তদন্তকারী কর্মকর্তা এ দুটি চার্জশিট দাখিল করেন। এর একটি মামলায় আসামি রয়েছে ২৮ জন, অন্যটিতে ২৩ জন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া প্রমুখ।

২০১৫ সালে হরতাল অবরোধ চলাকালে ফ্রেব্রুয়ারি ও মার্চ মাসে এ মামলা দুটি দায়ের করা হয়।

এ নিয়ে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ৫টি মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ। (জাগো নিউজ)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৭:০০ এএম, ৩০ মে ২০১৬, সোমবার
ডিএইচ

Share