রুটিন স্বাস্থ্য পরীক্ষা জন্য হাসপাতালে নেওয়া হবে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে। ২৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রীকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে জানান, ম্যাডাম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বিকেল ৩টার দিকে হাসপাতালে নেওয়া হবে।
এর আগে গত বছরের ১৬ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়ার বাসায় গিয়ে ছিলেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। আর গত ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল।
টাইমস ডেস্ক/ এএস/ ২৭ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur