বিএনপি চেয়ারপার্সসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শুরুর আগেই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী ও মোশারফ হোসেনের পরিচালনা জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, চাঁদপুর জেলা বিএনপির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমির মাওলানা বিলাল হোসাইন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও এমপি প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর-৩ আসনে (সদর-হাইমচর) বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মাহমুদুল আলম, গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য বোরহান উদ্দিন সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহবায়ক তাহের।
গায়েবানা জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা বিএনপির সদস্য মাওলানা ওয়ালি রহমান। মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
পরদিন বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর কবরের পাশে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৩১ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur