শাহরাস্তিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর মঙ্গলবার বাদ আসর শাহরাস্তি পৌরসভার শাহ সাহেব জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু দেশের তিনবারের প্রধানমন্ত্রীই নন, মানুষের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।আজ তিনি অসুস্থ; আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহর দরবারে প্রার্থনা—তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসেন।
উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, সুচিপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, বিএনপি নেতা বদিউজ্জামান ভূঁইয়া, রুহুল আমিন মানিক,পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাসুদ আলম, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ, সদস্য সচিব মোঃ আজগর হোসেন মিয়াজি, পৌর ছাত্রদল নেতা তানভীর সোলেমানসহ অন্য নেতৃবৃন্দ
আলোচনা শেষে শাহ সাহেব জামে মসজিদের পেশ ইমাম মুনাজাত পরিচালনা করেন।দোয়া ও আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২ ডিসেম্বর ২০২৫