মালিগাঁও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধান মন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার বিকালে ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে মিলাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব আলম বাচ্চু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস মাস্টার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর শেখ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বশিরউল্ল্যাহ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আজিজ, সাবেক যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেন, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল বাশার, ৬ নং সভাপতি আনোয়ার হোসেন খোকা, ইউনিয়ন শ্রমীক দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য ওমর ফারুক বাবু, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন, ছাত্র নেতা মানিক হোসেন, জনি বেপারী, রায়হান, মেহেরাজ, বোরহান প্রমুখ।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
২ ডিসেম্বর ২০২৫