খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুরে যুবদলের দোয়া

বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় চাঁদপুর জেলা যুবদলের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ জোহর চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজন করা এ আয়োজনে যুবদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আরিফ উল্যাহর পরিচালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য লাভসহ দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল।

চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশের পরিচালনায় দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তফা বন্ধুকসী, শামীম জমাদার, মিজান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন বেপারী, পারভেজ আলম রবিন, সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল গাজী, জসিম উদ্দিন মাতাব্বরসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

নেতারা বলেন, বেগম খালেদা জিয়া জাতির অভিভাবক। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষ আজ দোয়া করছে—তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন।

স্টাফ রিপোর্টার/
২ ডিসেম্বর ২০২৫