Home / চাঁদপুর / খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুরে বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া
খালেদা জিয়ার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুরে বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া

সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর জেলা শাখা।

২৩ জুন রোববার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাো. বিন ইয়ামিন ও পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক আঃ মান্নান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হযরত আলী, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, ছাত্রদলসহ অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র স্টাফ রিপোর্টার, ২৩ জুন ২০২৪