Home / উপজেলা সংবাদ / হাইমচর / খালেদা জিয়ার মাগফেরাত কামনায় হাইমচরে স্বেচ্ছাসেবক দলের দোয়া
খালেদা জিয়ার

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় হাইমচরে স্বেচ্ছাসেবক দলের দোয়া

সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় চাঁদপুরের হাইমচরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুম্মা হাইমচর উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর ত্যাগ ও সংগ্রাম জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করছি।”

স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল এবং আজিজুল হক বাবুল।

এছাড়াও উপস্থিত ছিলেন ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল রশিদ খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন হাওলাদার, অর্থ বিষয়ক সম্পাদক ছৈয়দ আহম্মেদ গাজী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন।

অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দীন আনসারী। মোনাজাতে উপস্থিত নেতা-কর্মীরা কান্নায় ভেঙে পড়েন এবং প্রিয় নেত্রীর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

প্রতিবেদক: আলমগীর হোসেন আসিফ
২ জানুয়ারি ২০২৬