বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি শুক্রবার বাদ জুমা চাঁদপুর শহরের নিশি রোড হাওলাদার জামে মসজিদের এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আশেক এলাহী।
দোয়া পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন বলেন, বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা গোটা বাংলাদেশের মানুষের আস্তা ও ভালোবাসার প্রতীক ছিলেন। তার মৃত্যুতে সমগ্র বাংলাদেশের মানুষ গভীরভাবে শোকাহত। ফলশ্রুতিতে তার জানাজায় দেশের ইতিহাসে সর্বাধিক মুসল্লী অংশগ্রহণ করেছে। আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্যেও সবাই দোয়া করবেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারই সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছে। দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। আর তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। দেশের সংকটময় মুহূর্তেও জনগণ ও দেশকে ছেড়ে যাননি। মহান আল্লাহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের (সহ) সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুহম্মদ মোজাম্মেল হক, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর জমাদার, পৌর ছাত্রদলের মেহেদী হাসান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির ছৈয়াল, শুক্কুর আলী বেপারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা। মিলাদ মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur