খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে চাঁদপুরে বৃক্ষরোপণ ও মিষ্টি বিতরণ

বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী এবং জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা যুবদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুহম্মদ মোজাম্মেল হকের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। ‌ এসময় তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিশি বিল্ডিং এলাকায় জেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে বৃক্ষরোপন করেন। ‌পরে দলীলতা কমিটির মাঝে মিষ্টি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সৌদিআরব বিএনপির নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন, চাঁদপুর জেলা তাঁতি দলের আহ্বায়ক আলী আহমেদ সরকার, চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির সরকার, বিএনপি নেতা দিন মোহাম্মদ জিল্লু, সালাউদ্দিন সেলিম, শহর বিএনপির সহ-সভাপতি মোস্তফা মাল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জিয়া প্রধানিয়া, বিএনপি নেতা হযরত আলী মাল, জেলা যুবদের সিনিয়র সদস্য দেওয়ান মোহাম্মদ জুয়েল, বিএনপির নেতা জাহাঙ্গীর জমদার, যুবদল নেতা শাহাদাত খান, চুন্নু সরকার, ফরিদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। আয়োজনের সার্বিক সহযোগীতায় ছিলেন সৌদিআরব প্রবাসী জয়নাল আবেদীন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৫ আগস্ট ২০২৪

Share