বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় স্থগিতাদেশ দাখিলের জন্য ৩১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ জুন) ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই দিন ধার্য করেন।
বিএনপির চেয়ারপারসনের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করে দিয়েছেন। সে আদেশ দাখিলের জন্য আগামী ৩১ জুলাই দিন ধার্য করা হয়েছে। তাঁর (খালেদা জিয়া) বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে রয়েছে মিরপুরের দারুস সালাম থানায় নাশকতার আটটি, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক ও হত্যা আইনের দুটি।
গত বছরে এসব মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রের পর খালেদা জিয়া এসব মামলায় হাজির হয়ে জামিন নেন।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১ : ৫৫ পিএম, ২৮৯ জুন ২০১৭, বৃহস্পতিবার strong>
এইউ