বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘নাইকো দুর্নীতি’ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
খালেদার পক্ষে শুনানি করেন ব্যরিস্টার মওদুদ আহমদ, সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে সকালে খালেদা জিয়া মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। ব্যারিস্টার মওদুদ আহমদ খালেদা জিয়ার পক্ষে শুনানি করবেন। চলতি সপ্তাহে খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন মামলার বিচার কার্যক্রম স্থগিত করে আবেদন করেছিলেন।
নিম্ন আদালতে নাইকো দুর্নীতির মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। এ অবস্থায় ফৌজদারি কার্যবিধির ৫৬১ এর (ক) ধারার বিধান বলে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। (কালেরকণ্ঠ)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৪: ৪০ পিএম, ০৭ মার্চ ২০১৭, মঙ্গলবার
ডিএইচ