পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য সকালের নাস্তা হিসেবে খাবার নিয়ে গিয়েছিলেন মহিলা দলের দুই কর্মী রওশন আরা ও বিথিকা বিনতে জামাল। কিন্তু সেটা পৌঁছাতে দেয়নি কারাগারের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনী।
দুই মহিলাদলে কর্মী জানান, বেগম খালেদা জিয়ার জন্য ঝুড়ি ভরে আঙ্গুর, পেঁপেসহ কয়েক ধরণের ফল নিয়ে এসেছিলেন কারাগারের সামনে। কিন্তু কারা ফটক পৌঁছানোর আগেই তাদের ফেরত আসতে হয়।
তারা আরো জানান, নিরাপত্তাজনিত কারণে তাদের নেয়া খাবার পুলিশ ভেতরে নিয়ে যেতে দেয়নি।
এদিকে কারাগারের নিরাপত্তার দায়িত্বে ডিএমপির এসি (লজিস্টিক) হুমায়ূন আহমেদ জানান, বেগম খালেদা জিয়া এই কারাগারে আছেন বলেই এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাজিম উদ্দিন রোডের শাহী মসজিদের পাশ থেকে যাওয়া রাস্তাটি পুরোটাই বন্ধ করা হয়েছে। এর মধ্যে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। সকালে দুজন মহিলা দলের কর্মী এসেছিলেন খাবার নিয়ে। আমাদের অনুমতি না থাকায় সেটা নিয়ে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।
(এমটিনিউজ২৪.কম)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ৩৫ পি.এম, ০৮ ফেব্রুয়ারি২০১৮,শুক্রবার।
এএস.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur