প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিলেন।
শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর একজন ব্যক্তিগত স্টাফ কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনকে টেলিফোন করে বেগম জিয়ার শারীরিক অবস্থা জানতে চান। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কারা কর্তৃপক্ষ বলেছে, বেগম জিয়ার জ্বর হয়েছে এবং জ্বর জনিত গায়ে ব্যাথা হয়েছে।এটা গুরুতর কিছু নয়।
কারাগারের চিকিৎসকরা সার্বক্ষনিকভাবে তাঁকে সেবা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর ঐ ব্যক্তিগত স্টাফ শেখ হাসিনার বরাত দিয়ে বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী কারাগারে বেগম জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।‘
কারা মহাপরিদর্শক প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঐ কর্মকর্তাকে আশ্বস্ত করেছেন যে, উপযুক্ত চিকিৎসকরাই তাঁকে দেখাশোনা করছে এবং তাঁকে সর্বোচ্চ সেবা দেয়া হচ্ছে।
-এমটিনিউজ২৪
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২: ২৫ পি.এম ৩১মার্চ,২০১৮শনিবার
এ.এস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur