রাজনীতি

১১ সাক্ষীর জেরার বিষয়ে খালেদার আপিলের রায় সোমবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীর জেরার আবেদন নিষ্পত্তির বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদনের রায় আগামী সোমবার (৩০ অক্টোবর)।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে উপস্থিত ছিলেন।

গত ২২ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীকে জেরা চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন হাইকোর্ট। পরে মঙ্গলবার (২৪ অক্টোরব) হাইকোর্টের দেয়া নিষ্পত্তির বিরুদ্ধে আপিল আবেদন করেন খালেদার আইনজীবীরা।

ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ আজ (২৬ অক্টোবর, বৃহস্পতিবার) শুনানির জন্য দিন ধার্য করেন। আজ শুনানি শেষে আদালত এ বিষয়ে রায়ের জন্য আগামী ৩০ অক্টোবর (সোমবার) দিন ধার্য করেন।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১ : ০০ পিএম, ২৬ অক্টোবর, ২০১৭ বৃহস্পতিবার
এইউ

Share