এ সংবাদের সংশ্লিষ্ট ছবি প্রকাশ হয়নি।
উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি সকাল ০৮:০০টা থেকে বেলা ১২:৩০ মিনিট পর্যন্ত বিরতিহীন ভাবে চলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহন।
দুপুর ০১:৩০ মিনিটের সময় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাবলী রাণী ঘোষ। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষিকা শামিমা ইয়াসমিন, সকারী শিক্ষিকা বদরুন নাহার, জান্নাতুন নাঈম, নিপা মারওয়া, সহকারী শিক্ষক মোঃ তাজুল ইসলাম সহ অভিভাবক, শিক্ষার্থী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বমোট ১২ জন কাউন্সিল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জমজমাট এই নির্বাচনে সর্বাধিক ভোট পেয়েছন চতুর্থ শ্রেণির আবদুল্লাহ আল মামুন। এতে সর্বমোট ৭ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ।
প্রতিবেদক-এম.এ.শাকুর
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ৩০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ