রাজনীতি

খালেদাকে মাইনাস করে ভোটারবিহীন নির্বাচন !

খালেদাকে মাইনাস করে ভোটারবিহীন নির্বাচন !

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক বলেছেন, বেগম খালেদা জিয়াকে মাইনাস করে আরও একটি ভোটারবিহীন নির্বাচনের পাঁয়তারা করছে সরকার।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।

বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবকে সরকার ভয় পাচ্ছে মন্তব্য করে ফারুক বলেন, আমরা এখনও প্রস্তাব দেইনি তার আগেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি কখনও মেনে নেয়া হবে না। তিনি ২০১৯ সালের নির্বাচনে ক্ষমতা কুক্ষিগত করে বিএনপিকে বাইরে রাখতেই এসব কথা বলছেন।

ফারুক বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের জোরে দীর্ঘ ১০ বছর ক্ষমতায় রয়েছে সরকার। ২০০৮ সালে মঈনউদ্দীন-ফখরুদ্দীনের সহায়তায় ক্ষমতায় এসে বিএনপিকে ২৫টি আসন দিয়েছিল তারা। পরে ২০১৪ সালে পুরো সংসদ দখল করে নেয়। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ২০১৯ সালের নির্বাচনে খালেদাকে মাইনাস করে আবারও ভোটারবিহীন নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কখনও সফল হতে দেবে না দেশের জনগণ।

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও জনতার মঞ্চের নেতা নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। তাকে দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে এটা শুধু বিএনপি না দেশের কোটি মানুষের কেউ বিশ্বাস করে না।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০১:৫৫,পি.এম ২০ ফেব্রুয়ারী ২০১৭,সোমবার
ইব্রাহীম জুয়েল

Share