শিশুর দেওয়া আগুণে পুড়ে গেছে একটি খামার। আগুণে কেউ হতাহত না হলেও খামারে থাকা কিছু সংখ্যক মুরগী পুড়ে মারা গেছে। ২৭ ডিসেম্বর সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে এ অগ্নিকণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে শিশুটির মা জানিয়েছেন, সোমবার দুপুরে তিনি গৃহস্থালী কাজে ব্যস্ত ছিলেন। এক সময় তার ৪ বছর বয়সী ছেলে সিয়াম হোসেন খেলতে গিয়ে খামারে আগুণ লাগানোর কথা জানায়। তখন তার ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা আগুণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে পুরো খামারটি ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ঘটনার প্রতিক্রিয়ায় শিশুদের কাছ থেকে অগ্নি উৎপাদনকারী সরঞ্জাম দূরে রাখার পরামর্শ দিয়েছেন সচেতন নাগরিকরা।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৭ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur