করোনা ভাইরাসের প্রাদুর্ভা প্রতিরোধে সরকার নির্দেশিত চলামান লকডউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। জনগণকে স্বাস্থ্য সচেতনার পাশাপাশি লকডাউনকালীন সময়ে কর্মহীন অসহায়মোনুষের পাশে খাদ্য সামগ্রী প্রদান করেছে ৩৩ পদাতিক ডিভিশনের ৪৪ পদাতিক ব্রিগেড।
৭ জুলাই বুধবার চাঁদপুর সদর,মতলব ও ফরিদগঞ্জ উপজেলায় কর্মহীন ও প্রতিবন্ধী নারী পুরুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন ৪৪ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুল আকবর খান এএফডব্লিসি,পিএসসি।
এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অধিনায়ক ৩ বীর লেঃ কর্ণেল মোঃ খায়রুল ইসলাম পিএস সি এবং টহল কমান্ডার ক্যাপ্টেন মোঃ সায়েম আকতার।
১ জুলাই থেকে শুরু হওয়া চলাচমান লকডাউনের প্রথম দিন থেকে সেনাবহিনাীর ৩৩ পদাতিক ডিভিশনের টিম চাঁদপুরে জনগণকে সচেতন করতে সার্বক্ষণিক মাঠে কাজ করে যাচ্ছে।
শরীফূল ইসলাম , ৭ জুলাই ২০২১
এজি