খাদ্য সংকট মোকাবেলায় সকলকে কৃষি কাজে এগিয়ে আসতে হবে: এমপি শফিক

ফরিদগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা-২০২২ উদ্বোধন হয়েছে।

২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলা বিআরডিবি মাঠে ফিতা কেটে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।

এরপর বিআরডিবি মাঠে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি মেলা উদ্বোধস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার তাসলিমুন নেচ্ছার সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার আশিক জামান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধ সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন।

প্রধান অথিতি হিসেবে সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, কোভিড-১৯ এর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পুরো বিশ্বকে খাদ্য ও জ্বালানি সংকটে ফেলেছে। পৃথিবীর বিভিন্ন দেশে ইতোমধ্যেই রেশনিং প্রথা শুরু হয়েছে। তাই আমাদেরকেও সেই সংকট মোকাবেলায় এখন থেকে প্রস্তুতি নিতে হবে। খাদ্য উৎপাদন বাড়াতে নিজেদের অনাবাদি জমিটুকুও আবাদের আওতায় নিয়ে আসতে হবে। একসময় প্রযুক্তি ছাড়াই আমরা খাদ্য উৎপাদন করেছি। এখন প্রযুক্তি আমাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। খাদ্য সংকট মোকাবেলায় সকলকে কৃষি কাজে এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ নেতা আমির আজম রেজা, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শহীন, যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, ১০ নং গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, ১১ নং চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাছান মিরাজ, আ’লীগ নেতা নজরুল ইসলাম সুমন, রফিকুল ইসলাম পাটওয়ারী, আব্দুস ছাত্তার পাটওয়ারী, জানিবুল হক জুয়েল, মাজহারুল ইসলাম নিরু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল-আমিন পাটওয়ারীসহ আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ২ সেপ্টেম্বর ২০২২

Share