চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ০৭:১২ অপরাহ্ণ, ০২ সেপ্টেম্বর ২০১৫, বুধবার
খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়ে সাত মজিস্ট্রেটসহ ১২ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন। তারা রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসনিক একাডেমি ভবনে দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়েছেন বলে জানা গেছে।
ঢামেকে ভর্তি হওয়া ম্যাজিস্ট্রেটরা হলেন- রুমানা (৩২), রুমা (৩০), মওদুদ আহমেদ (৩২), আল-আমীন (৩০), অরবিন্দ (৩০), গিয়াসউদ্দিন (৩২), কবির হোসেন (৩৪)।
এছাড়া জাকির হোসেন (৪০), ইয়াকুব আলী (৫৫), আব্দুল আউয়াল (৪৫), আলমগীর হোসেন (২৬), মন্টু মিয়া (৫৪) নামে আরো চার জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক সূত্র জানায়, খাদ্য বিষক্রিয়ায় কারো পেটে ব্যথা, কারো বমি হয়েছে। তারা সবাই মেডিসিন বিভগে চিকিৎসাধীন রয়েছেন। তবে কি ধরনের খাবার খাওয়ার কারণে তারা অসুস্থ হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur