Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে গরিব-দুস্থের বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছাচ্ছেন এমপি রুহুল
খাদ্যসামগ্রী পৌঁছাচ্ছেন এমপি রুহুল

মতলবে গরিব-দুস্থের বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছাচ্ছেন এমপি রুহুল

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দুটি ইউনিয়নের গরিব-দুস্থ ও খেটে খাওয়া বেশ কিছু মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, লবন, তেল ও আলুসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন চাঁদপুর-২ আসনের সাংসদ মো. নুরুল আমিন রুহুল।

৭ এপ্রিল মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার খাদেরগাঁও ও নারায়ণপুর ইউনিয়নের পাঁচ শতাধিক লোকের মাঝে ওই খাদ্যসহায়তা পৌঁছে দেন তিনি। ওই সাংসদের ব্যক্তিগত উদ্যোগে ট্রাকে করে তালিকা ও ঠিকানা ধরে ধরে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, ওই খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ইউএনও ফাহমিদা হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহম্মেদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন ও ফেরদৌসি বেগম প্রমুখ। স্থানীয় সাংসদের ব্যক্তিগত উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সহায়তা দেওয়া হয়।

সাংসদ মো. নুরুল আমিন রুহুল বলেন, এলাকার গরিব-দুস্থ ও কর্মহীন নিম্ন আয়ের মানুষদের করোনার ঝুঁকি এড়াতে তিনি নিজেই এসব লোকের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। সামাজিক দায়িত্ববোধ ও বিবেকের তাড়নায় এ উদ্যোগ নেন। জনগণের সেবক হিসেবে এটি করেছেন। এর বেশি কিছু নয়। সমাজের বিত্তবান ব্যক্তিদের উচিত এ ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক, ৭ এপ্রিল ২০২০