কঠোর লকডাউনে সাময়িকভাবে কর্মহীন হয়ে যাওয়া ৪শ সিএনজি চালক ও অটোবাইক চালকদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা দিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসন।
সামাজিক দূরত্ব মেনে রোববার (৪ জুলাই) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে ২শ জন সিএনজি চালক, ২শ জন অটো ইজিবাইক চালক এবং উপস্থিত ৬ জন হতদরিদ্র ৪০৬ জনের হাতে ৭ কেজি চাল তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ।
জেলা প্রশাসক বলেন, ‘ এ ত্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। প্রধানমন্ত্রী সব সময় আপনাদের কথা ভাবেন। ইতোমধ্যে এসব বরাদ্দকৃত ত্রাণ বিতরণ শুরু হয়েছে। রোববার ৪ জুলাই ৪ শতাধিক অটোবাইক ও সিএনজি চালকদের মাঝে খাদ্য (চাল) সহায়তা প্রদান করা হয়েছে। ’
ডিসি আরও বলেন,‘জেলা প্রশাসন থেকে গত ২ দিনে প্রায় ১৬০ জন দরিদ্র জনগোষ্ঠীকে ত্রান বিতরণ করা হয়। যতদিন পর্যন্ত এরূপ পরিস্থিতি থাকবে,ততদিন আমাদের ত্রাণ বিতরণ অব্যাহত রাখা হবে।’
শরীফুল ইসলাম , ৪ জুলাই ২০২১
এজি