খাদেরগাঁও ইউনিয়ন নির্বাচন ৪ জুন

হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২৬ মে বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই বলে রায় প্রদান করেন।

ফলে ৪ জুন এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করার রায়ের কপি পেলে ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

হাইকোর্টের নিষেধ অমান্য করে নারায়ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাড়ৈগাঁও গ্রামের ২ শ’৫৮ জন ভোটারের নাম স্থানান্তরিত করে খাদেরগাঁও ইউনিয়নে ৮নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত করায় বাড়ৈগাঁও গ্রামের মৃত আঃ আজিজ প্রধানের ছেলে শরীফ হোসেন হাইকোর্টে মামলা দায়ের করেন। হাইকোর্টের দ্বৈত বেঞ্চের বিচারক সৈয়দ মো; দস্তগীর হোসেন ও এ কে এম শহীদুল হোসেন এ স্থগিতাদেশ দেন। যার মামলা নং ৫৬১২।

এ মামলার প্রেক্ষিতে শুনানী হয় ১৪ মে । ১৬ মে হাইকোর্ট খাদেরগাঁও ইউপির নির্বাচনের ওপর ৩ মাসের স্থগিতাদেশ জারি করেন।

পলাশ রায়, মতলব দক্ষিণ
: আপডেট, বাংলাদেশ সময় ৬:৪০ পিএম, ২৭ মে ২০১৬, শুক্রবার
ডিএইচ

Share