Home / জাতীয় / জেলার খসড়া ভোটার ২২ লাখ ৮০ হাজার ৮শ
electon

জেলার খসড়া ভোটার ২২ লাখ ৮০ হাজার ৮শ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চাঁদপুরে শুরু হয়েছে ভোটের উত্তাপ। হাট-বাজার থেকে শুরু করে চায়ের দোকন পর্যন্ত চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। থেমে নেই নানামুখি বিশ্লেষণ, কারা কারা পাচ্ছেন দলীয় মনোনয়ন। নির্বাচন কমিশনও নির্ধারিত রোটিন ওয়ার্ক বাস্তবায়ন করে চলছে। ইদানিং নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিা প্রকাশ করেছে ।

চাঁদপুর জেলায় ৮ টি উপজেলা,৭ টি পৌরসভা ,৮৯টি ইউনিযন ও ১ হাজার ৩ শ ৬৫ টি গ্রাম নিয়ে গঠিত হলেও জাতীয় সংসদের আসন ৫ টি ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার ভোটার সংখ্যা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকায় জেলার ৫ আসনে ভোটার সংখ্যা ২১ লাখ ৫৬ হাজার ৬ শ ২৩ জন। এদের প্রায় অর্ধেকই মহিলা ভোটার। এদের সংখ্যা ১০ লাখ ৪৪ হাজার ৩২ জন । পুরুষ ভোটার ১১ লাখ ১২ হাজার ৫৭৭ জন। জেলায় হিজড়া ভোটার মাত্র ৬ জন।

নির্বাচন কমিশন ,চাঁদপুরের দেয়া তথ্য মতে , জেলায় সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জেলার সম্প্রতি ঘোষিত খসড়া ভোটার সংখ্যা -২২ লাখ ৮০ হাজার ৮শ ৪৬ জন। হিজড়া ভোটার ১২ জন। সুতারাং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার ভোটার সংখ্যা থেকে এবার বেড়েছে- ১ লাখ ২৩ হাজার ২শ ১৩ জন বৃদ্ধি পেয়েছে। এদিকে ত্রয়োদশ এর খসড়া তালিকা প্রকাশ পর্য়ন্ত সকল আসনে কর্তন বা মৃত্যুবরণ করেছে -৩৭ হাজার ৮শ ৮১ জন।

কচুয়া-১ (কচুয়ায়) আসনে ১ জন, চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও মতলব উত্তরে) ২ জন, চাঁদপুর-৩ (সদর-হাইমচরে) ২ জন, চাঁদপুর-৫ (ফরিদগঞ্জে) আসনে নেই এবং চাঁদপুর-৫ আসনে (হাজীগঞ্জ-শাহরাস্তি) ১ জন। মোট কেন্দ্র-৭শ ।

৮ উপজেলায় সংসদীয় আসন ৫টি আসনের বর্তমান ভোটার সংখ্যা হলো : চাঁদপুর- ১ (কচুয়া ও পৌরসভা): এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৫শ ৮৮ জন।

চাঁদপুর- ২ (মতলব দক্ষিণ ও মতলব উত্তর , ছেঙ্গারচর ও মতলব পৌরসভাসহ ) : এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ২ শ ৫৬ জন।

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর ও পৌরসভাসহ ): এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৮শ ২২ জন।

চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ ও পৌরসভা ) : এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ৮ শ ৮ জন।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- পৌর সভা ও শাহরাস্তি-পৌরসভা): এ আসনে ভোটার সংখ্যা হচ্ছে ৫ লাখ ১৩ হাজার ৩শ ৩৫ জন। এর মধ্যে হাজীগঞ্জের পৌরসভাসহ ভোটার-২ লাখ ৯৯ হাজার ৬ শ ২৯ জন এবং শাহরাস্তি পৌরসভাসহ ভোটার ২ লাখ ১৩ হাজার ৭ শ ২৯ জন।

জেলার ৮ উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৭শ : চাঁদপুর-১ (কচুয়া) -১০৯ টি, চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও উত্তরে) ১৫৫ টি, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচরে)-১৬৫ টি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জে)-১১৮ ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তিতে) ১৫৩টি ভোট কেন্দ্রে রয়েছে। জেলার ৭টি পৌরসভা ও ৮৯টি ইউনিয়ন রয়েছে।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন । বুধবার ইসির উপ-সচিব মো.মাহবুব আলম শাহ স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে, যা জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

election

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ কমিশনে অনুমোদিত হয়েছে এবং তা ২৬ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮ (১) ও (২) অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্তকরণের জন্য গেজেটে কমপক্ষে ২৫ দিন পূর্বে তা প্রকাশ করার বিধান রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকা ভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, এ তালিকার ওপর দাবি/আপত্তি গ্রহণ এবং তা নিষ্পত্তির মাধ্যমে নীতিমালা অনুযায়ী চূড়ান্ত তালিকা প্রস্তুতের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

কমিশন নির্ধারিত সময়সূচি অনুযায়ী : খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ: ১০ সেপ্টেম্বর, দাবি/আপত্তি গ্রহণের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর, দাবি বা আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ: ১২ অক্টোবর, সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত ও প্রকাশ: ২০ অক্টোবর।

উল্লেখিত সময়সূচি অনুযায়ী এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত ছকের আলোকে খসড়া ও সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যাগত তথ্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

আবদুল গনি
২৮ আগস্ট ২০২৫
এজি