উচ্চশিক্ষা কমিশনের খসড়া প্রকাশ

‘বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন ২০২৫ অধ্যদেশ’এর খসড়া প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই অধ্যাদেশ জারি হলে বিদ্যামান ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’ বিলুপ্ত হবে।

বিশ্ববিদ্যালয় মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ১০ ডিসেম্বর সই করা অফিস আদেশে প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে। অফিস আদেশে জানানো হয়, ৩০ কার্যদিবসের মধ্যে খসড়ার ওপর মতামত পাঠাতে অনুরোধ জানায় মন্ত্রণালয়।

খসড়া অধ্যাদেশে জানানো হয়,১৯৭৩ সালের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রহিতক্রমে বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন ২০২৫ অধ্যদেশ প্রণয়ন করা হয়েছে। এতে বলা হয়,যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোকে উপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে তোলার জন্য পৃষ্টপোষকতা ও সহায়তা দিতে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডে স্বচ্ছতা,জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে একটি একক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে রূপান্তর করে একটি উচ্চশিক্ষা কমিশন গঠন করা অপরিহার্য ও জরুরি হয়ে পড়েছে।

বর্তমানে সংসদ ভেঙে যাওয়া অবস্থায় থাকায় এবং রাষ্ট্রপতির সন্তোষের ভিত্তিতে আশু ব্যবস্থা নেয়ার জন্য অধ্যাদেশ জারির উদ্যোগ নেয়া হয়েছে। খসড়া অধ্যাদেশে বলা হয়, এই অধ্যদেশ জারির সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিলুপ্ত হবে এবং এর স্থলে বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন প্রতিষ্ঠিত হয়েছে বলে গণ্য হবে।

উচ্চশিক্ষা কমিশনের খসড়ায় বলা হয়, কমিশন একজন চেয়ারম্যান, আট জন খণ্ডকালীন সদস্য এবং ১০ জন সদস্য সমন্বয়ে গঠিত হবে।

১৬ ডি সে ম্ব র ২ ০ ২ ৫
এজি