চাঁদপুরে খরিপ-২’র জন্যে ৩শ ১৬ মে.টন আমন বীজ বরাদ্দ

চাঁদপুরে চলমান খরিপ-২ এর জন্যে ৩শ ১৬ মে.টন আমন বীজ বরাদ্দ দিয়েছে দেশের কৃষি বিভাগ । চাঁদপুর জেলার ৮ উপজেলায় চলতিবছর আমন চাষাবাদের লক্ষ্যে ও কৃষকদের বিতরণের জন্য ৩ শ ১৬ মে.টন আমন ধানের বীজ বরাদ্দ দিয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,চাঁদপুর খামারবাড়ির বীজ বিতরণ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো.খাইরুল বাশার বুধবার ১ জুন দুপুরে চাঁদপুর টা্ইমসকে এ তথ্য জানান।

তথ্য মতে-৮ উপজেলায় সংশ্লিষ্ঠ ডিলারের মাধ্যমে কৃষকদের জন্য প্রতি ১০ কেজি করে ব্যাগে ৪৯ টাকা কেজি দরে এবং সুগন্ধি ৮২ টাকা কেজি দরে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের নিকট বিক্রির নিদের্শনা রয়েছে ।

খাইরুল বাশার জানান,‘বরাদ্দ পেয়েছি। যথাসময়েই সংশ্লিষ্ট ডিলারের মাধ্যমে কৃষকদের হাতে আমন ধানের বীজ পৌঁছাতে পারবো ।’

প্রসঙ্গত, খরিপ-১ শুরু হয় বছরের ১৬ মার্চ,খরিপ-২-১ জুন থেকে এবং রবি মৌসুম ধরা হয় ১৬ অক্টোবর থেকে হিসেব করা হয় ।

আবদুল গনি
চাঁদপুর টা্ইমস
১ জুন ২০২২

Share