উপজেলা সংবাদ

খবর নয়, খবরের পেছনের খবর : বৃষ্টি বন্যা তবুও নেই কারো কান্না

মিজানুর রহমান রানা | আপডেট: ০৯:০০ অপরাহ্ণ, ১৫ আগস্ট ২০১৫, শনিবার

 

চাঁদপুর পৌর মেয়রকে প্রশ্ন যখন করবেন, চাঁদপুরে ড্রেন ও পানির সমস্যা তখন তিনি দ্বিধা না করেই উত্তর দেবেন, “চাঁদপুরে কোনো পানির সমস্যা নেই।”

 

অথচ আপনি সরেজমিনে এসে দেখবেন, পুরো চাঁদপুর শহরে প্রবল বর্ষণের সময় শহরের প্রতিটি সড়কেই পানির বন্যা বয়ে যায়। এমনকি বাসা বাড়ির ড্রেনের ময়লা পানি বৃষ্টির পানির সাথে ‘গু’ (পায়খানা)সহ যখন একাকার হয়ে  হয়ে গন্ধে ত্রাহি ত্রাহি চিৎকার দিয়ে নাকে রুমাল চেপে লোকজন দূরে পালায় তখনও কি তিনি বলবেন চাঁদপুরে ড্রেনের কোনো সমস্যা নেই?

একপাশে যাত্রী আর অন্য পাশে পানি মাঝখানে শুধু এক বন্যা বয়ে যায় …!

দু’বারের নির্বাচিত মেয়র। শহর ও পৌর এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার কথা আর কাকে জানাবে, অবশ্যই পৌর মেয়রকে। তাই পৌর মেয়রের কাছে সাধারণ মানুষ বৃষ্টিরূপী বন্যার হাত থেকে বাঁচার আকুতি জানায়।

 

তিনি কি বৃষ্টির সময় সরেজমিনে এসে সাধারণ মানুষের বৃষ্টি বন্যার দুঃখ-দুর্দশা দেখবেন, নাকি দূর থেকেই বলেই যাবেন, চাঁদপুরে কোনো পানির সমস্যা নেই!

 

ছবিগুলো শনিবার সকালের প্রবল বর্ষণের সময় চাঁদপুর ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে তোলা।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

Share