গেলো কয়েক বছরের রেকর্ড ভেঙে রোববারের (২১ আগস্ট) চাঁদপুরে ১শ মিলিমিটার রের্কড পরিমান বৃষ্টি হয়েছে। এর আগে কখনো চাঁপুরে এমন ভারি বৃষ্টি হতে দেখা যায়নি বলে জানিয়েছেন বেশ ক’জন।
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট, বাসা-বাড়িসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এর জন্য জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।
রোববার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েব সাইট সূত্র জানা যায় রাত থেকে বেলা ১০ টা পর্যন্ত চাঁদপুরে ১শ’ মিলিমিটার রের্কড পরিমান বৃষ্টি হয়েছে। যা গত কয়েক বছররে চাঁদপুর জেলার রের্কডকে হার মানিয়েছে।
তবে চাঁদপুর আবহাওয়া অফিস সূত্রে এ পরিমাণ আরো বেশি বলা হয়েছে। চাঁদপুর আবহাওয়া বিভাগের একটি সূত্র জানিয়েছে চাঁদপুরে ২৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড
হয়েছে। বাতের গতিবেগ ছিলো ঘণ্টায় ৭ থেকে ৮ কিলোমিটার।
এ দিকে বৃষ্টির পানিতে তলিয়ে যায় পুরো শহর। রোববার শহর ঘুরে দেখা যায় শহীদ মুক্তিযুদ্ধা সড়ক, মরহুম আ. করিম পাটওযারী সড়ক, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজির পাড়া, বঙ্গবন্ধু সড়ক,রহমত পুর আবাসিক এলাকাসহ শহরের বিভিন্ন বাসা বাড়ি রাস্তাঘাটে বৃষ্টির পানি জমে দীর্ঘজলাবদ্ধতা সৃষ্টি হয়।
নাজির পাড়া এলাহী জামে মসজিদ ও বিপণীবাগ চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদে হাঁটু পরিমান বৃষ্টির পানি জমে থাকায় ওই দুটি মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে গিয়ে দুর্ভোগে পড়তে হয়।
এছাড়া রোববার দিনভর থেকে বৃষ্টি হওয়ার কারনে মানুষজন ঠিকমতো তাদের কর্মস্থলে যেতে পারেনি, অনেক স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা ও যেতে পারেনি তাদের শিক্ষা প্রতিষ্ঠানে। এবং অনেক সড়কে পানি জমে থাকায় ওই সকল সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারেনি।
শহরের বিভিন্ন স্থানে উন্নত ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় জমে থাকা বৃষ্টির পানি নিস্কাশন হতে অনেক সময় পার হয়ে যায়। এর জন্যে মানুষ জনকে অনেক দুর্ভোগে পড়তে হয়।