চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ে ৫২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শনিবার (১৫ এপ্রিল) বিদ্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূরুল আমিন।
মেয়ে শিক্ষার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘এদেশে শিক্ষার কোন বিকল্প নেই। আমরা মেয়েদের ছোট করে দেখি।এখনো অনেক পরিবারে দেখা যায় মেয়েদের ছেলেদের থেকে পিছিয়ে রাখা হয়।একটা মাছের মাথা ছেলেকে দেয় কিন্তু মেয়েকে দেয় না। মেয়েরা এখন আর পিছিয়ে নেই সামনে এগিয়ে যেতে হবে। আর এর জন্য শিক্ষার্জনের বিকল্প নেই।’
বাল্যবিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ‘খুবই হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন বাল্যবিবাহ। দেশে ৫২ শতাংশ নারী বাল্য বিবাহের স্বীকার হয়ে স্কুল ছেড়ে দেয়। এজন্য আমাদের সক্রিয় হতে হবে। মেয়েদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।’
বিদ্যালয় সম্পর্কে তিনি বলেন, অত্র বিদ্যালয়ের ভবন সংকটের নিরসন হতে যাচ্ছে। ১৯৬৬ সালের পর এবারই প্রথম কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত ভাবে এতটা শক্তিশালী হতে যাচ্ছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সেলিম খানের সভাপতিত্বে, প্রধান শিক্ষক সমরেন্দ্র মিত্রের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা চেয়াম্যান আবু সাহেদ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মো. শহীদ হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মো. বশির, ফরিদগঞ্জ একাডেমিক সুপারভাইজার আব্দুলাহ আল-মামুন।
অনুষ্ঠান আনোয়ার হোসেন ও রিফাত কান্তি সেনের যৌথ উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।
পরে জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠানের আরম্ভ হয়। শিক্ষার্থীরা অতিথিদের মনোজ্ঞে সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন।
স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, স্কুল শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ,ও এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৭: ০৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৭, রোববার
ডিএইচ