রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। তবে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস।
ভোর ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এর আগে বুধবার(১৫ মার্চ) মধ্যরাত ২টা ৫৫ মিনিটে কড়াইল বস্তিতে এ ঘটনা ঘটে।
আগুনে এ পর্যন্ত কারো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, আগুনের ভয়াবহতা অনেক বেশি। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিরলসভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে আগুন ঝিলপাড় থেকে বউবাজার পর্যন্ত এলাকায় ছড়িয়ে গেলেও সরু গলির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আগুন পর্যন্ত যেতে পাড়ছে না। দূর থেকে পাইপ দিয়ে পানি টেনে নিতে হচ্ছে তাদের।
ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় আরবান ভলেন্টিয়ার ও স্থানীয়রাও আগুন নেভাতে সহযোগিতা করছেন।
ভিডিও দেখতে ক্লিক করুন…
নিউজ ডেস্ক
।। আপডটে,বাংলাদশে সময় ০৮ : ৪৬ এএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur