নিইউয়র্কের পুলিশ বেশ ক্ষেপে আছে। ব্রুকলিন ব্রিজে ‘লাভ লক’ বা ভালোবাসার তালা লাগালে আপনাকে গুনতে হবে ১শ’ ডলার জরিমানা!
ব্রুকলিন ব্রিজ অনেক আগে থেকেই প্রেমিক-প্রেমিকাদের তীর্থকেন্দ্র হিসেবে স্বীকৃত হয়ে আসছিল। একে অন্যের প্রতি তাদের ভালোবাসার কথা প্রকাশের জন্য প্রেমিক-প্রেমিকারা ওখানে তালা লাগাতেন।
এ জন্য পুরো ব্রুকলিন ব্রিজ ভরে গেছে ভালোবাসার তালাতে (লাভ লক)। এবার বেরসিক পুলিশ প্রেমিক-প্রেমিকাদের এই কাজে বাধা হিসেবে দেখা দিচ্ছে। তারা তালাগুলো কেটে নিচ্ছে এবং নতুন কেউ লাগাতে গেলে তাদেরকে ১০০ ডলার করে জরিমানা করছে।
গতবছরই ১১ হাজার তালা সরানো হয়েছে যার মূল্য প্রায় এক লাখ ষোল হাজার মার্কিন ডলার।
যারা নিজেদের ভালোবাসা প্রদর্শনের জন্য ব্রুকলিন ব্রিজে তালা লাগাবেন তাদেরকে ১০০ ডলার জরিমানা করা হবে। শুক্রবার এই সতর্কবাণী দেয় নিউ ইয়র্কের পুলিশ।
পুলিশ অনেক তালাই সরিয়ে ফেলেছে এবং সেখানে তালা না লাগানোর নিষেধাজ্ঞা সংবলিত লেখা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
এরকম তালা লাগানোর ঘটনা বিশ্বের বিভিন্ন এলাকাতেই দেখা যায়। তবে এটা কোনো স্থাপনার নিরাপত্তা ও কাঠামোগত জায়গাতে ঝুঁকি হিসেবে দেখা দিতে পারে। ২০১৪ সালে প্যারিসে দুর্ঘটনা ঘটেছিল যেখানে একটি ব্রিজের একাংশ তালার চাপে ভেঙে পড়েছিল। (সূত্র : ব্রুকলিন ডেইলি ইগল, ইয়াহু নিউজ)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৪:০০ পিএম, ১৭ অক্টোবর ২০১৬, সোমবার
ডিএইচ